img

প্রথমবারের মত অলিম্পিক গেমসের তারিখ পেছানো হয়েছে। ১১৪ বছরের ইতিহাসে এবারই করোনাভাইরাসের প্রকোপে পিছিয়ে গেছে টোকিও অলিম্পিক ২০২০। ‘দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত এই ক্রীড়া আসর কবে নাগাদ অনুষ্ঠিত হবে সেই নিয়ে ধোঁয়াশা থাকলেও, আজ সোমবার (৩০ মার্চ) নতুন তারিখ ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি)।

আজ আইওসি-এর নির্বাহী বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে, ২০২১ সালের ২৩ জুলাই জাপানে শুরু হবে টোকিও অলিম্পিক। চলবে ৮ আগস্ট পর্যন্ত। তবে ২০২১ সালে হলেও এই অলিম্পিকের নাম থাকবে আগের মতোই ‘টোকিও ২০২০’।

এদিকে চলতি বছরের ২৫ আগস্ট শুরু হওয়ার কথা ছিল প্যারাঅলিম্পিক গেমস। করোনার কারণে সেটিও এক বছর পেছানো হয়। তারও এবার তারিখ নির্ধারিত হয়েছে ২০২১ সালের ২৪ আগস্ট। ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই আসরটি।

আইওসির সভাপতি থমাস বাচ বলেন, ‘মানবজাতি বর্তমানে এক অন্ধকার সুরঙ্গের মধ্যে দিন কাটাচ্ছে। টোকিও ২০২০ অলিম্পিক গেমস এই সুরঙ্গের শেষ সীমায় আলো হতে পারে।’

জিরোআওয়ার২৪/আরএ

এই বিভাগের আরও খবর